পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, অন্তঃসত্ত্বাসহ ২ নারী নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, অন্তঃসত্ত্বাসহ ২ নারী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুই নারী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ওই নারী নুর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা ক্যাম্পে একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালায়। হামলায় নিহত হয় সন্ডোস জামাল মুহাম্মদ শালাবিক (২৩)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ছাড়া হামলায় তার স্বামীও গুরুতর আহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আহত দম্পতিকে হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেয়। এ কারণে অন্তঃসত্ত্বা নারীকে বাঁচানো যায়নি।

আরেক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় রাহাফ ফুয়াদ আবদুল্লাহ আল-আশকার (২১) নামে আরেক নারী নিজ বাড়িতে নিহত হয়েছেন।

ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনী রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ক্যাম্পে অভিযান চালায়। সেখানে ভারী যন্ত্রপাতি ও বুলডোজারও মোতায়েন করা হয়েছিল। তারা বেশ কয়েক ডজন বাড়িতে অভিযান চালিয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেসামরিক লোকেরা ভারী গুলিবর্ষণ এবং বিকট বিস্ফোরণের শব্দও শুনেছে।

Related Articles