পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে ৯%

পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে ৯%

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পোশাক শ্রমিকদের জন্য শতকরা ৯ ভাগ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫% ইনক্রিমেন্টের সঙ্গে নিম্নতম মজুরির ৪% যুক্ত করা হলো। ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, “মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না।”

পোশাক খাত নিয়ে দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র চলছে মন্তব্য করে উপদেষ্টা সাখাওয়াত বলেন, “সেগুলো পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে এগিয়ে নিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে মালিক-শ্রমিকরা একমত বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।”

জানা যায়, আজকের বৈঠকে এক পর্যায়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ইনক্রিমেন্ট ১০% দাবি করেন। তবে মালিকপক্ষ দিতে চান ৮%। পরে সবার সম্মতিক্রমে ৯% ইনক্রিমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ বিষয়ে মালিক, শ্রমিক ও সরকারপক্ষের প্রতিনিধিরা এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।

Related Articles