আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এজন্য নামাজের সময় কখন শুরু হয় ও কখন শেষ হয় তা প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি, যেন সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করা যায়।

আজ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪; ৪ পৌষ, ১৪৩১ বাংলা; ১৬ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। চলুন দেখে নিই ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)       
নামাজ শুরু শেষ
জোহর ১১:৫৮ ৩:৩৮
আসর ৩:৩৯ ৫:১৪
সূর্যাস্ত ৫:১৫
মাগরিব ৫:১৯ ৬:৩৫
এশা ৬:৩৭ ৫:০৯
শুক্রবার (২০ ডিসেম্বর)
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৫:০৯
ফজর ৫:১৫ ৬:৩৪
সূর্যোদয় ৬:৩৫
ইশরাক ৬:৫০ ১১:৪৯
চাশত ৯:২০ ১১:৫০

 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
 
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম ৫ মিনিট
সিলেট ৬ মিনিট

 

যোগ করতে হবে
খুলনা ৩ মিনিট
রাজশাহী ৭ মিনিট
রংপুর ৮ মিনিট
বরিশাল ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

Related Articles