শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাদ্রাসা শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যে বক্তব্য দিয়েছেন, তীব্র প্রতিবাদ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (৪ মার্চ) দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, যত্রতত্র মাদ্রাসার কারণে স্কুলে শিক্ষার্থী কমছে। এ কথা সত্য নয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় এবং দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কারণে প্রকৃত যোগ্যতাসম্পন্ন শিক্ষক না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের মাদ্রাসায় দিচ্ছে। এতে শিক্ষামন্ত্রীর খুশি হওয়ার কথা। মাদ্রাসার শিক্ষকদের সরকারি বেতন দিতে হয় না। এ প্রতিষ্ঠানগুলো দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ার কাজ করছে।’

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর নাখোশ হওয়ার পেছনে কারণ রয়েছে। তিনি মৌলবাদী সংগঠন ইসকনের সদস্য। যত্রতত্র মাদ্রাসা দেখলেই তার গাত্রদাহ শুরু হয়। তার ইচ্ছা আগামী প্রজন্মের ঈমান আকিদা ধ্বংস করা। ৯০ ভাগ মুসলমানের দেশে সচেতন অভিভাবকরা তার ইচ্ছার বাস্তবায়ন হতে দেবে না।’

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘নুরানি মাদ্রাসাগুলোতে আরবির পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন শিক্ষা দেওয়ার কারণে একজন অভিভাবক মনে করছে, তার সন্তানকে স্কুলের পরিবর্তে মাদ্রাসায় ভর্তি করলে যেমন নৈতিকতা শিখবে তেমনইভাবে সাধারণ জ্ঞানে পারদর্শি হবে। এ জন্য অভিভাবকরা তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *