পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: দিল্লির অগ্নিগর্ভ উত্তপ্ত পরিস্থিতির কারণে দ্রুতই বাংলাদেশ সফর বাতিল করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিল্লী পৌঁছেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি, জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সা. এর বংশধর) মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
দিল্লি পৌঁছেই হিন্দুত্ববাদি সন্ত্রাসীদের আক্রমণে আহতদের সর্বশেষ অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ইতোমধ্যেই তিনি জিটিবি হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছেন। নিহতদের প্রতি শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সবাইকে আক্রান্তদের পাশে দাঁড়াবার আহ্বানও জানিয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমিয়তে উলামা হিন্দের প্রেস উইন মুব্বাশ্বির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী দিল্লির এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুসলমানদের উত্তরণের উপায় নিয়েও শীর্ষ ও মুসলিম পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ৩ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের এসেছিলেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাহমুদ মাদানী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে যোগদান করেন এবং ইসলাহী বয়ান পেশ করেন। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সুনামগঞ্জ আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল। সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদরাসার বার্ষিক মাহফিলে তাঁর উপস্থিত থাকারও কথা ছিল। সিলেটের সবধরনের প্রোগ্রাম বাতিল করে সাইয়্যিদ মাহমুদ মাদানী ঢাকা ছেড়ে কিছুক্ষণের মধ্যেই দিল্লী যাত্রা করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে মাওলানা মাহমুদ মাদানীকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ।
এ ছাড়াও তখন উপস্থিত ছিলেন সিলেট ইকরা বাংলাদেশ আল মাদানিয়ার পরিচালক মাওলানা রশিদ আহমদ মকবুল, জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার প্রধান মুফতি আব্দুস সালাম, মাদরাসাতুস সালমান মাদরাসার প্রধান মুফতি মুফতি রুহুল আমীন, জামিয়া শরইয়াহ মালিবাগ ও জামিআতুল আসআদ এর সিনিয়র মুহাদ্দিস মুফতী হাফিজুদ্দীন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, শায়খে বাঘা (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ প্রমুখ।