অক্টোবরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৬ জন

অক্টোবরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৬ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে অক্টোবরের প্রথম ১৫ দিনে মারা গেলেন ১৪৬ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১,১৬৯ জনের মৃত্যু হলো।

রবিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরে তিনজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২,৩৬৩ জন। তাদের মধ্যে ৬২৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১,৮৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮,১৪৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২,৪১০ জন। আর বাকি ৫,৭৬৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৩৯,৬১৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯২,০০৫ জন এবং ঢাকার বাইরে ১,৪৭,৬০৯ জন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *