অধিদফতর ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই : স্বাস্থ্যমন্ত্রী

অধিদফতর ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি করোনা পরীক্ষা নিয়ে কেলেঙ্কারিতে রিজেন্ট ও জেকেজি হাসপাতাল ইস্যু সামনে আসাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধিদফতরের দ্বন্দ্বের খবর গণমাধ্যমে ছড়ানোর ব্যাপারে মুখ খুললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। দুটিই সরকারের প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে কোভিড-১৯ দুর্যোগ মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সংবাদকর্মীদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে রাজধানীর উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল এবং জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা (জেকেজি হেলথকেয়ার) নামক প্রতিষ্ঠানের নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর অঘোষিত স্নায়ুযুদ্ধে অবতীর্ণ হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অধিদফতরের কোনো সমস্যা চলছে কি-না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অধিদফতরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। দুটিই সরকারের প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছে। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে ব্যাখ্যা দিতে মন্ত্রণালয় থেকে অধিদফতরকে চিঠি দেয়া হয়েছে। এটি সরকারের প্রশাসনিক ও দাফতরিক কাজের একটি অংশ মাত্র। মন্ত্রণালয় ও অধিদফতরের সমস্যার কোনো ব্যাপার এটি নয়।

তিনি বলেন, জেকেজি ও রিজেন্ট হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড কতটুকু হয়েছে, তা সরকার খতিয়ে দেখছে। দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর বিচার করতে হবে এবং তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

সংবাদকর্মীদের ব্রিফিং শেষে মন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সাথে আলাদা বৈঠক করেন। সেখানে দেশের সব ক্লিনিক ও হাসপাতালে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে কি-না সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি কোনো ক্লিনিক ও হাসপাতালে অনৈতিক কোনো কর্মকাণ্ড হলে সে বিষয়ে দ্রুততার সাথে জোরালো ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *