অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘দেশের প্রতিটি শিশু যেন স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সরকার অনাথ শিশুদের জন্য সরকারি শিশু নিবাসে শিক্ষা ও বসবাসের উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার ব্যবস্থা করেছে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী করতে এ প্রতিষ্ঠানগুলোতে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশু নিবাসের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। আগামীতে নিবাসীরা আরও উন্নত পরিবেশে এখানে বেড়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *