অপ্রয়োজনীয় ছবি তোলা এবং নাচ-গান থেকে অর্জিত আয় অবৈধ : জমিয়তে উলামায়ে হিন্দ

অপ্রয়োজনীয় ছবি তোলা এবং নাচ-গান থেকে অর্জিত আয় অবৈধ : জমিয়তে উলামায়ে হিন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: অপ্রয়োজনীয় ছবি তোলা এবং নাচ-গান থেকে অর্জিত আয়কে অবৈধ বলে ফতোয়া দিয়েছে ভারতের মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের ১৮তম ফিকহি সেমিনারে এই ফতোয়া আসে।

সেমিনারে দেশের প্রায় ২০০ জন ফতোয়া বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। বেশ কিছু সমসাময়িক সমস্যার ইসলামী সমাধান ও ফতোয়া নিয়ে তারা আলোচনা করেন।

বর্তমানে ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মুসলিম শিশু-কিশোর, যুবকরা জনপ্রিয়তা অর্জন করার জন্য নাচ-গানসহ নানাবিধ হারাম কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এরই বিরুদ্ধে এসেছে এই ফতোয়া।

ফতোয়ায় বলা হয়, শরীয়ত কর্তৃক নিষিদ্ধ হওয়া কার্যকলাপ যেমন, নাচ-গান এবং অপ্রয়োজনীয় ছবি তোলা জীবিকা নির্বাহের সঠিক উপায় নয়। এসব থেকে প্রাপ্ত আয়ও নাজায়েজ হিসাবে গণ্য হয়।

সেমিনারে বেআইনি সম্পদ, বিশেষ করে আধুনিক ব্যবসায়িক পদ্ধতি এবং অবৈধ ব্যবসা রোধ সংক্রান্ত বিষয়ও আলোচনা হয়। মুফতি সাহেবগণ সম্মিলিত কুরবানী সম্পর্কিত বিষয়েও আলোচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *