অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২ টন ইলিশ জব্দ

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২ টন ইলিশ জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারি নির্দেশনা অমান্য করে সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতে দুই টন ইলিশ পাঠানোর সময় জব্দ করেছেন মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন।

ইলিশগুলো ভারতের উত্তর ত্রিপুরায় পাঠানো হচ্ছিল। একটি ট্রাকে করে মাছগুলো বন্দরে আনে খুলনার আরিফ সি ফুড।

চাতলাপুর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রফতানির জন্য দুই টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রফতানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি নিয়েছিল। তবে নিষেধাজ্ঞা শুরুর প্রায় ১০ ঘণ্টা ইলিশ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন। ফলে ট্রাকবোঝাই ইলিশ জব্দ করা হয়।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্টেশনে এসে পৌঁছাত তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রফতানির সুযোগ ছিল।’

প্রসঙ্গত, এর আগে মা ইলিশ সংরক্ষণে রবিবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *