২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফের ডটকম :: কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফকে ‘সেকেন্ড জেন্টলম্যান’ বলে সম্বোধন করছে বেশ কিছু বিদেশি সংবাদ সংস্থা। কমলা হ্যারিসই সে দেশের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। ডগলাস এমহফও একজন ভাইস প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে প্রথম পুরুষ। ফলে ‘ফার্স্ট লেডি’ কিংবা ‘সেকেন্ড লেডি’ পদ দুটি যেভাবে মার্কিন রাজনীতিতে প্রচলিত, ‘সেকেন্ড জেন্টলম্যান’ বলে কোনো অভিধার সঙ্গে পরিচিত ছিল না সেখানকার সমাজ। তাই আগামী দিনে রাজনীতিতে ডগলাসের ভূমিকা কী হবে, তা নিয়ে এরই মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে সে দেশে।
এবার সেই চর্চা আরো একটু এগিয়ে দিল আমেরিকার বিখ্যাত ‘মেরিয়াম-ওয়েবস্টার’ অভিধান। ‘সেকেন্ড জেন্টলম্যান’ কথাটি প্রথম খাতায়-কলমে জায়গা পেল সেই অভিধানেই। রাজনীতিতে ডগলাস এমহফের ভূমিকা বোঝাতেই নিজেদের শব্দতালিকায় এই কথা যুক্ত করেছে ‘মেরিয়াম-ওয়েবস্টার’। ‘সেকেন্ড জেন্টলম্যান’ নিজেই সে কথা শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডলে। লিখেছেন, ‘ওয়েল, নাও ইটস অফিশিয়াল!’ অর্থাৎ তাঁর নতুন পদে এবার সিলমোহর পড়ল। তারই সঙ্গে সূচনা হলো আমেরিকার রাজনীতিতে নতুন এক যুগের। এর আগের দফায় হিসাবের একটু এদিক-ওদিক হলে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ‘ফার্স্ট জেন্টলম্যান’ হিসেবে হয়তো দেখার সুযোগ পেত বিশ্ব, তবে তা হয়নি। ফলে এই ‘প্রথমের’ সঙ্গে পরিচয় ঘটালেন ‘দ্বিতীয়ই’।