১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

অভিনন্দন বাংলাদেশ জমিয়তুল উলামা

এবার আমার জানা হয়ে গেছে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম কেবল দেওবন্দ নয়, সমগ্র বিশ্ব জয় করে এনেছেন। যে আইভরিকোস্ট বাংলাদেশের কোনো আলেমের সঙ্গেই কোনো যোগাযোগ নেই- সেখানেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। জাপান, আমেরিকা, জাতিসংঘ, কাতার, সৌদি আরব, ভারত, ওআইসিসহ বিশ্বের সবখানে এখন আল্লামা মাসঊদের শান্তির বার্তার চর্চার হচ্ছে। আশার কথা। অনেক বড় সুখবর বটে।

চামচিকাদের এ নিয়ে অতৃষ্ণার ঢেঁকুর আর কোনো কাজেই আসছে না। তাই দেশের আলেমদের অনুরোধ করবো, এবার থামুন, আল্লামা মাসঊদকে বুঝুন। অন্যকে দিয়ে মিথ্যাচার না লিখিয়ে, দূরে থেকে সমালোচনা বন্ধ করে আলেমকে ভালোবাসুন। পাকশয়তানির চরিত্র ভুলে মানুষের কল্যাণে কাজ করুন। আল্লাহ তাআলা আমাদের মঙ্গল করুন। আমীন।
আমিন উর রহমান, ধানমন্ডি, ঢাকা

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com