অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গতকাল শনিবার মস্কোতে সেনা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সের্গেই শোইগু বলেন, বিষয়টি তদারকির জন্য সামরিক কারখানাগুলো পরিদর্শন করছি। আমাদের সর্বাধিনায়ক (প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের) তত্ত্বাবধানে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সফল করতে আমরা সব কিছু করতে রাজি আছি।

বৈঠকে ইউক্রেন যুদ্ধে নিযুক্ত সেনা কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য শুনেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি ইউক্রেনে রুশ সেনাদের কাছে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র সরবরাহের কৌশল নিয়ে আলোচনা করেন।

  • সূত্র : আনাদেলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *