১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’ নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশ এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ। সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্স ভর্তি ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স ও ২৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব জানায়, আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কায়দায় বক্স তৈরি করে ফেনসিডিল লুকিয়ে রাখা হতো। যাতে ধরা না পড়ে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।