৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

আইএমএফের আর কোনো অজুহাত নেই : শাহবাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। কিন্তু সংস্থাটির শর্ত পূরণ করতে শুরু থেকেই হিমশিম খাচ্ছে দেশটি। কিন্তু এবার আশার কথা শোনালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দেশটির প্রধানমন্ত্রী শনিবার (১৫ এপ্রিল) বলেছেন, পাকিস্তান আইএমএফের সব কঠিন শর্ত এরই মধ্যে পূরণ করেছে। তাই দাতা সংস্থাটি এখন আর কোনো অজুহাত দেখাতে পারবে না।

শাহবাজ শরিফ এক প্রোগ্রামে বলেন, আইএমএফের কাছ থেকে এক দশমিক এক বিলিয়ন ডলার ছাড় পাওয়ার ক্ষেত্রে তাদের সরকার সব ধরনের চেষ্টা করছে।

এ সময় মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মানুষের কষ্টের কথা স্বীকার করেন শাহবাজ। তিনি বলেন, আইএমএফের শর্ত না মানার বিকল্প ছিল না পাকিস্তানের কাছে।

পাকিস্তান ২০১৯ সালে এইএমএফের সঙ্গে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ সই করে। এর মধ্যে এখন পর্যন্ত তিন বিলিয়ন ডলার ছাড় দিয়েছে ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটি।

এদিকে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে এক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। এর আগে সৌদি আরবও দক্ষিণ এশিয়ার দেশটিকে সহায়তা দেওয়ার কথা জানায়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com