আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত

আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত কেঁপে কেঁপে ওঠার পর সোমবার থেকে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেইকানেস উপদ্বীপে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদগিরণ শুরু হয়েছে।

 

আইসল্যান্ডের মাছ ধরার শহর গ্রিন্ডাভিক থেকে প্রায় ৪ হাজার মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাছের ব্লু লেগুন জিওথার্মাল স্পা। স্থানীয় সময় ২২:১৭ মিনিটে (জিএমটি ২২:১৭) শহরের উত্তর দিক থেকে লাভা উদগিরণ শুরু হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

 

রাজধানী রেইকাভিকের চারপাশ ঘিরে থাকা ঐ অঞ্চলে গত অক্টোবর থেকে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়। তখনই বোঝা যাচ্ছিল যে কোনো সময় শুরু হবে লাভা উদগিরণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *