২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রবিবার (১৫ মে) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
তিনি জানান, আজকে তার সংসদীয় আসন রূপগঞ্জের জিন্দাপার্কে ছাত্রদল, যুবদলের কর্মী সম্মেলন ছিল। সেখানে তিনি বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।