১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ কোনোদিন বন্দুকের নলে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে কাছেও বিএনপি যেতে পারবে না। তারা জনতার আস্থা হারিয়ে বিশ্ব নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছে।

শনিবার বিকেলে তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সদরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধান মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

স্থানীয় সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৭ নির্বাচনী আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, বরুড়া পৌরসভার মেয়র মো. বখতিয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দুর্বার গতিতে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দূরদর্শিতায় পার্বত্য শান্তিচুক্তিসহ সমুদ্র বন্দর নির্মাণ, সমুদ্রের নীচে টানেল নির্মাণ, পদ্মা সেতুসহ নানাবিধ উন্নয়নের ফলে বিশ্বের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়নে আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বরুড়া উপজেলার মনোহরপুর গ্রামে নলুয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ২য় ও ৩য় তলার ভবন উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া পাঠাগার উদ্বোধন, মুক্তিযোদ্ধা কর্নার এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়ার নামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com