আক্রান্ত হলে মিডিয়ার কবলে পড়তে পারে কওমী
সবক্ষেত্রে মানতেক চলে না
লাবীব আবদুল্লাহ :: কওমী মাদরাসা কর্তপক্ষ মাদরাসা বন্ধ, খোলা, বার্ষিক পরীক্ষা এবং আবাসিক হিফজ বিভাগ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিবেন এই দাবি৷ সবক্ষেত্রে মানতেক চলে না৷ চলে না অস্পষ্ট রেখে নেটিশ বা ঘোষণা দেওয়া৷
সরকারি চাপে, সামাজিক চাপে বা মিডিয়ায় প্রতিবেদন হলে তখন ঠিকই মান্তেকি কথা থাকবে না৷ অস্পষ্ট থাকবে না৷ রহস্যময় থাকা সবক্ষেত্রে ভালো নয়৷
ভারত পাকিস্থানের উলামায়ে কেরাম সচেতন করোনাভাইরাস নিয়ে৷ পাকিস্থান বেফাকের চলমান পরীক্ষাও স্থগিত করেছে৷ এই দেশে মাদরাসা কর্তপক্ষ স্পষ্ট একটি সিদ্ধান্ত নিতে পেরেছে বলে মনে হচ্ছে না এখনও৷ কেউ বন্ধ ছিচ্ছে কেউ খোলা রাখছে!
হাদীস ও কুরআন অগ্রিম সতর্ক হতে বলে করোৱা ভাইরাসসহ অন্যান্য মহামারির সময়৷ আমার এই কথা বেফাক নিয়ে নয়৷ বেফাকে অনেক দূরদর্শী আছেন যাদের কাছে জীবনের চেয়ে মাদরাসা খোলা রাখাই উত্তম এবং তারা আলোচনা সমালোচনার বাইরে৷ তবে সমস্যায় পড়লে তখন হুঁশ হবে এর আগে নয়!
সাময়িক বন্ধ হলে সমস্যা কোথায় তা আমার উপলব্ধির বাইরে৷ অভিভাবক বা সরকারি নির্দেশনা অনুযায়ী যারা মাদরাসা সাময়িক বন্ধ রেখেছেন তাদের বিবেচনাবোধকে স্বাগত৷
বিশ্বে করোনায় আক্রান্ত দুই লাখ৷ মৃত আট হাজার৷ দক্ষিণ এশিয়াকে আরও সতর্ক হতে বলা হয়েছে৷
পর্যটন এলাকা ও পার্কে লোক সমাগম সীমিত করতে সরকারি সিদ্ধান্ত দ্রুত হবে এই দাবি৷ সময় আনন্দের নয়৷ স্কুল কলেজ বন্ধ করে সমবেত হয়ে আনন্দ করা এটি কি সচেতনতা? আমরা কবে সতর্ক সচেতন হবো জানি না৷ আল্লাহ সবাইকে হিফাজত করুন।
কওমীর সকল বিভাগ সাময়িক বন্ধ রাখা সময়ের দাবি। পুলিশ বা প্রশাসন কর্তৃক তাকাদা দিয়ে মাদরাসা বন্ধ রাখার চেয়ে নিজেরা পরামর্শ করে মাদরাসা বন্ধ রাখা ভালো৷ অস্পষ্টতা, মানতেকি সিদ্ধান্ত নয় বরং মাদরাসার সকল বিভাগ সাময়িক বন্ধ রাখাই মুনাসিব৷ দ্রুত সিদ্ধান্ত নেওয়া ভালো৷ আক্রান্ত হলে মিডিয়ার কবলে প়ড়তে হবে কওমীকে৷ অন্যদের বিষয় ভিন্ন৷
মাদরাসা কর্তপক্ষকে সময়, যুগ ও পরিস্থিতির জ্ঞান রেখে চলতে হবে৷ করোনা ভাইরাস গরীব ধনী, দেশ মহাদেশ স্কুল মাদরাসার ফরাক করছে না৷ এটি একটি মহামারি, দুর্যোগ৷ নিরাপত্তার সব আয়োজন রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে৷ দুআ ও আমল চলবেই৷ সেটি একাকীও হতে পারে৷
লেখক : প্রাবন্ধিক ও সংগঠক