আগামীকাল রাজশাহী ও সিলেটে সিটি নির্বাচন

আগামীকাল রাজশাহী ও সিলেটে সিটি নির্বাচন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী ও সিলেট নগর নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল। দুই নগরে মেয়র পদে লড়বেন ১২ জন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫শ ৩৭ জন। সবকেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমে। কেন্দ্রের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে ৩ হাজার ২শ সিসি ক্যামেরা।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, ঢাকায় বসে যা পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।

সিলেট সিটি কর্পোরেশনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭শ ৫৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১শ ৯০ টি। ভোটকক্ষ ১৩শ ৬৭ টি। এই নগরে সাধারণ ওয়ার্ড ৪২টি আর সংরক্ষিত ওয়ার্ড ১৪টি।

সিলেটে মেয়র প্রার্থী ৮ জন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও জাকের পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছে ৪ জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ২শ ৯৪ জন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৮৬ জন। ১৭শ ৪৭টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে কেন্দ্রগুলোতে।

রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯শ ৮২ জন। এই সিটিতে ভোটকেন্দ্রের সংখ্যা ১ শ ৫৫টি, ভোটকক্ষ ১১ শ ৫৩টি। সাধারণ ওয়ার্ড ৩০টি আর সংরক্ষিত ওয়ার্ড ১০টি।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন ও জাকের পার্টির প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ১শ ১১ জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই সিটি কর্পোরেশনের ভোটকেন্দ্রে ১৪শ ৬৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা। এছাড়া মাঠে থাকবে র‌্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট।

ভোটের দিন নির্বাচনী এলাকায় ইঞ্জিনচালিত নৌযান, ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, কার, ইজিবাইক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ভোটের পরদিন মধ্যরাত পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *