১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ভোটের জন্য নেওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড়শ আসনে ইভিএম ব্যবহারের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে পরিকল্পনা কমিশনে পাঠায় নির্বাচন কমিশন।