আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে একটি বাস। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের কাছে ৩৫৯ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয় সেফটি পরিবহনের বাস।

এসময় বাসটি সড়ক বিভাজকে উঠে গিয়েছিল। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকে উঠে যায়। ঈদ উপলক্ষ্যে বাসিন্দাদের রাজধানী ছাড়ার কারণে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল।

সেফটি পরিবহনের বাস মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুর রুটে চলাচল করে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে।”

তিনি বলেন, “আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *