কারওয়ান বাজারের স্থানান্তরপ্রক্রিয়া শুরু

কারওয়ান বাজারের স্থানান্তরপ্রক্রিয়া শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে সাংবাদিকদের এতথ্য জানান ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ।

তিনি জানান, আমাদের (ডিএনসিসি) অফিস শিফটিংয়ের মাধ্যমে শুরু হচ্ছে কারওয়ান বাজারের স্থানান্তর প্রক্রিয়া। অফিসটি সরিয়ে নেব আমরা মোহাম্মদপুরে। ঈদের আগে অফিসের সবকিছু স্থানান্তর হলেও ভবনটি ভাঙা হবে পরে। আমরা ইতিমধ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। ঈদের পরে তাদের শিফটের ব্যবস্থা হবে। আপাতত কাঁচাবাজারটি সরানোর কথা ভাবছি আমরা। তাদের যেখানে শিফট করা হবে সেখানেও কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। এছাড়া, বাজারে কোনো খুচরা ব্যবসায়ী বা বাজার থাকবে না।

ভবিষ্যতে এখানে ‘বিজনেস হাব’ তৈরি করা হবে বলেও জানিয়েছে সিটি করপোরেশন। বর্তমানে কারওয়ান বাজারে ১৮০টি স্থায়ী দোকান এবং ১৭৩টি অস্থায়ী দোকান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *