পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী করোনার হানা দেয়ায় সংক্রমণ এড়াতে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে গত ১ জুন থেকে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল সরকার। তবে ভাড়া বাড়লেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হচ্ছে না, এমন অভিযোগ উঠতে শুরু করলে বর্ধিত ভাড়া কমিয়ে যাত্রী বেশি নেয়ার প্রস্তাব দেন মালিকরা। মালিকদের এই প্রস্তাবটি আমলে নিয়ে ভাড়া কমানোর চিন্তা-ভাবনা করছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে এমন ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং দাঁড়ানো অবস্থায় যাত্রী পরিবহন না করার শর্তে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।
এতে অন্যদের মধ্যে আরো অংশ নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহারিয়ার হোসেন, কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী প্রমুখ।
/এএ