২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

আঙুরের অনেক গুণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই গরমে উপকারী ফল আঙুর খেতে পারেন রোজ। ফলটি যেমন আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে, তেমনি অনেক রোগ থেকেও বাঁচতে পারবেন। কোলেস্টেরল, রক্তচাপ, সুগার, ক্যানসারের মতো বিপজ্জনক রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে আঙুর।

১। হেলথলাইনের একটি রিপোর্ট বলছে, আঙুরে ভিটামিন কে এবং কপার পাওয়া যায়, যা রক্ত জমাট বাধার সমস্যা দূর করার পাশাপাশি শক্তি বাড়াতেও কাজ করে। এটি আমাদের হাড়কে মজবুত করে। এছাড়াও এতে ফাইবার, ভিটামিন বি৬, পটাসিয়াম, ভিটামিন সি, ম্যাংগানিজের মতো পুষ্টি উপাদান পাওয়া যায় যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

২। আঙুরে প্রচুর পরিমাণে পটাসিয়াম পাওয়া যায়, যা রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। এটি স্নায়ুতন্ত্র ও স্নায়ুকে সুস্থ রাখতে কাজ করে।

৩। রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে পারে লাল আঙুর। আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করতে পারে।

৪। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরের ফ্রি র‌্যাডিকেলের কারণে হওয়া ক্ষতি এবং কোষের ক্ষতি সারাতে খুবই উপকারী।

৫। এটি চুল এবং চোখের জন্যও উপকারী। নিয়মিত আঙুর খেলে ত্বক থাকে উজ্জ্বল।

৬। লাল আঙুরের বাইরের আবরণ ও বীজে রিসভারিট্রল নামের এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট মেলে। এটি আমাদের ত্বক ও শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।

৭। আঙুরে প্রচুর পরিমাণে পানি রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৮। নিয়মিত আঙুর খেলে ফ্যাটি লিভারের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

তথ্য: হেলথলাইন, টাইমস অব ইন্ডিয়া, ফুড জার্নাল

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com