শেখ নাঈমুল ইসলাম : রজস্থানের জয়পুরে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক খাজা মইনুদ্দীন চিশতী রহ: এর মাজার আজমির শরিফের দর্শনার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জমিয়তে উলামায়ে হিন্দ মেডিকেল ক্যাম্প চালু করেছে। সেখান থেকে সবধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজস্থান জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা শাব্বির আহমেদ বলেন, এখানে কোন জাতপাত নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদেরকেই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এমনকি আজমির শরিফের উরসে এসে এ পর্যন্ত চার জন নারী- পুরুষ অসুস্থ হয়ে মারা গেছেন যাদের বাড়ি বিভিন্ন প্রদেশে, এই ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের নিজ নিজ প্রদেশে নিজেদের ঠিকানায় লাশ পাঠানোর ব্যবস্থা করেছি।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের মত এত বিশাল জনবহুল দেশে মানবসেবায় অনন্য নজির স্থাপন করেছে ইতোমধ্যেই। দেশের যে কোন প্রান্তে যে কোন দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারাই সবার আগে মানবতার সেবায় ছুটে যায় তা সে ধর্মের হোক আর যে কারণেই হোক। ইসলামের অসাম্প্রদায়িক, উদারতার নীতিকে অনুসরণ করে সমাজ ও মানবসেবায় অনুপম দৃষ্টান্ত স্থাপন করে চলেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সেই উদারতার পরিচয় আবারও দিলেন তারা আজমির শরীফের উরসে জমিয়ত সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী। তিনি প্রধান অতিথি হয়ে অংশগ্রহণ করেছেন এবং দর্শনার্থীদের চিকিৎসা সেবার খোঁজখবর নিয়েছেন।