আজ বাংলাদেশ-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

আজ বাংলাদেশ-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এশিয়া কাপ ক্রিকেটে আজ সুপার ফোরের সুপার লড়াই। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সাকিব আল হাসানদের সুপার ফোরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে মিরাজ ও শান্তর জোড়া সেঞ্চুরি এবং তাসকিন-শফিউলের মারাত্মক বোলিংয়ে বড় ব্যবধানে জিতেই বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করে।

শিরোপার প্রত্যাশা নিয়েই সাকিব-মুশফিকরা এশিয়া কাপ খেলতে এসেছেন। আজ জিতলে প্রত্যাশাটা আরও বেড়ে যাবে। তবে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান এখন দুর্দান্ত ফর্মে রয়েছে।

ঘরের মাঠে তারা ফেবারিট। সাকিবদের জিততে হলে ব্যাটে-বলে সেরাটা দিতেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তকে পাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির শিকার হওয়ায় তার এশিয়া কাপই শেষ হয়ে গেছে। গতকালই দেশে ফিরে আসার কথা।

অসুস্থ থাকায় লিটন দাস বাংলাদেশের হয়ে গ্রুপের দুটি ম্যাচ খেলতে পারেননি। আজ মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ হলেও বাংলাদেশ নির্ভার রয়েছে। ম্যাচের আগের দিন অনুশীলন ছিল না। হোটেলে জিম, সুইমিং, টিম মিটিং এবং নিজেদের মধ্যে আলোচনা করে সময় পার করেছেন টাইগাররা।

এদিকে সুপার ফোরে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল প্রথমে তারা ব্যাট করতে নেমে ২৯১ রান সংগ্রহ করে। সুপার ফোরে খেলতে হলে আফগানদের ৩৭.১ ওভারে ২৯২ রান করতে হতো। তা আর পারেনি। অলআউট হয়ে গেলে ২ রানে ম্যাচ জেতে শ্রীলঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *