আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, কলকাতা

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, কলকাতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ছুটির দিন হওয়ায় রাজধানীর অধিকাংশ এলাকার সড়ক আজ সকাল থেকে ফাঁকা। যানবাহনও কম। এমন দিনেও এয়ার কোয়ালিটি ইনডেস্ক (আইকিউআই)-এর র‌্যাংকিংয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ দুইয়ে অবস্থান করছে ঢাকা।

গত কয়েকদিন ধরে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর, করাচি শীর্ষে থাকলেও আজ শুক্রবার প্রথমস্থানে আছে কলকাতা।

বেলা ১১টা পর্যন্ত র‌্যাংকিংয়ে ২০৫ স্কোর নিয়ে কলকাতার দূষণ বেশি অস্বাস্থ্যকর। দ্বিতীয়স্থানে থাকা ঢাকার স্কোর ১৮৮।
সাধারণত ২০১ থেকে ৩০০ স্কোর হলে সেটিকে ‘বেশি অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে সেটি ‘অস্বাস্থ্যকর’।

র‌্যাংকিংয়ে আজ তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও ইন্দোনেশিয়ার জাকার্তা। দূষণের মাত্রা কমে দিল্লির অবস্থান আটে।
আইকিউআই-এর র‌্যাংকিং অনুযায়ী নির্মল বায়ুর শহরের শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ের রাজধানী অসলো। এরপরে রয়েছে ফ্রান্সের দুটি শহর যথাক্রমে লিওঁ ও নিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *