আজ বা কাল তালেবানকে স্বীকৃতি দিবে যুক্তরাষ্ট্র : ইমরান

আজ বা কাল তালেবানকে স্বীকৃতি দিবে যুক্তরাষ্ট্র : ইমরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রকে আজ না হোক কাল তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইমরান খান তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। পাকিস্তানের জিয়ো টিভির প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়।

পাকিস্তান যদি একতরফাভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়, তাহলে তা কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন ইমরান খান।

পাক-প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার উচিত অগ্রাধিকার ভিত্তিতে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া। বিষয়টি নিয়ে পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আফগান সরকারকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশটি অনেকাংশে বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল।

ইমরান খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি আফগান জনগণকে সাহায্য করতে এগিয়ে না আসে, তাহলে দেশটিতে মানবিক সংকট দেখা দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *