আত্মঘাতী হামলায় বাগদাদে নিহত ৪ : আহত ১৫

আত্মঘাতী হামলায় বাগদাদে নিহত ৪ : আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার এক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি জানায়, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয়।

ইরাকের জাতীয় নিরাপত্তা মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, সাকালাদিয়া পার্কে প্রবেশ করে হামলাকরী নিরাপত্তা বাহিনীর তল্লাশির মুখে পড়েন। তখনই সুইসাইড ভেস্ট বিস্ফোরণ করেন তিনি। এতে করে কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এখনও কেউ এই হামলার দায়ভার স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সুন্নিপন্থী জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে।

২০১৭ সালের ডিসেম্বরে ইরাক আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করে। এরপরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলা চালিয়ে আসছে আইএস। এর আগেও কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠীটি।

_____

patheo 24/105/sl

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *