আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকার হতে পারে রোহিঙ্গারা : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকার হতে পারে রোহিঙ্গারা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা শুধু আমাদের চ্যালেঞ্জ হবে না। সারা বিশ্বের চ্যালেঞ্জ হবে। তারা সবকিছু ছেড়ে বাংলাদেশে এসেছে। কাজেই তারা যেকোনও প্রলোভনে প্রলুব্ধ হতে পারে। সেজন্য তারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের শিকারও হতে পারে।

সোমবার (২৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তমব্রু সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের জন্য রোহিঙ্গাদের তিনটি গ্রুপ বিভিন্নভাবে উসকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিশৃঙ্খলা তৈরি করছে। রোহিঙ্গাদের মধ্যে তিন-চারটি গ্রুপ হয়েছে। কেউ ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে কেউবা নিজেরা নিজেরা মারামারি করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সম্প্রতি বনানীতে র‌্যাব সদস্যের ছিনতাইয়ে জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে র‌্যাবের ১৭ জনের বেশি সদস্য কারাগারে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনিয়ম বন্ধে জবাবদিহি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে র‌্যাবের সদস্য হোক কিংবা পুলিশের। কিংবা কোনও জনপ্রতিনিধি হোক। পুলিশের ডিআইজি লেভেলের একজন কর্মকর্তাসহ আরও কয়েকজনও কারাগারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *