আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান

আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, তথাকথিত রাজনীতি বা আন্দোলনের নামে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে। পুলিশ সদস্য পর্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ছবি সবার কাছেই আছে।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘বিএনপি তথাকথিত রাজনীতি বা আন্দোলনের নামে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, রক্তাক্ত করেছে। এমনকি পুলিশ হাসপাতালে ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। এটি কি মানবাধিকার লঙ্ঘন নয়? আমরা কার কাছে বিচার চাইব?’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানববন্ধন করছে, তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না।’

ডিবি প্রধান বলেন, ‘জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। আমি পুলিশ, কিন্তু আগে তো মানুষ। আমারও তো অধিকার আছে, আমার কি বাঁচার অধিকার নেই?’

হারুন অর রশীদ আরও বলেন, ২০১৪ সালেও অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। একটি দল বা গোষ্ঠী যারা কাজটি করেছিল, তারাই জাতিসংঘের সব আর্টিকেল লঙ্ঘন করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবরের আগেও নানা কার্যক্রম চালিয়েছে। ২৮ অক্টোবরের পরও তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। এসব কার্যক্রমের জন্য তারা যুবদল-ছাত্রদলকে আট ভাগে ভাগ করে। তাদের নেতারা পুলিশকে পিটিয়েছে, পুলিশের গাড়িতে হামলা করেছে। হাসপাতালে হামলা চালিয়েছে, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। তাদের অনেককেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *