আফগানিস্তানের জালালাবাদে নেই অপহরণ, অপরাধ

আফগানিস্তানের জালালাবাদে নেই অপহরণ, অপরাধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে আগের মতো ছিনতাই, অপহরণ নেই বলে আল জাজিরার এক সাংবাদিককে জানিয়েছেন সেখান বাসিন্দারা।

গত ১৫ আগস্ট কাবুল দখলের ঠিক আগ মুহূর্তে লড়াই ছাড়াই জালালাবাদ দখল করে তালেবান। শহরটি আফগানিস্তানের রাজধানী কাবুলের একেবারে গা ঘেঁষে অবস্থিত।

তালেবান দখল করার পর আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাভিদ শহরটিতে এই প্রথম প্রবেশের বিরল সুযোগ পেয়েছেন। তিনি শহরটির বর্তমান অবস্থা বর্ণনা করেছেন।

আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাভিদ জানিয়েছেন, শহরের প্রধান প্রধান সড়কে তালেবানের পাহারা চোখে পড়েছে। রাস্তাগুলো মানুষে পরিপূর্ণ। ব্যাংকগুলো বন্ধ থাকলেও টাকা উত্তোলনের জন্য কাবুলের মতো কোথাও লম্বা লাইন নেই।

এই সাংবাদিক জালালাবাদের কিছু মানুষের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, ভবিষ্যতে তাদের জন্য কী অপেক্ষা করছে এই মুহূর্তে সেটা বলা তাদের জন্য কঠিন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা বেশ খুশি। কারণ, রাস্তায় আর আগের মতো ছিনতাই নেই, নেই কোনো অপহরণ। অপরাধের মাত্রাও কমে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *