আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে আত্মঘাতী হামলায় একজন অস্থায়ী প্রাদেশিক গভর্নর নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা একই ধরনের হামলায় ওই অঞ্চলের একজন পুলিশ প্রধান নিহত হওয়ার কয়েক মাস পর মঙ্গলবার নতুন এ হামলার ঘটনা ঘটল।

বাদাখশানের অস্থায়ী গভর্নর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদে এ হামলার ঘটনা ঘটে। নিসার আহমেদ আহমাদি গত মাসে ডেপুটি গভর্নর থেকে অস্থায়ী গভর্নর হয়েছিলেন।

হামলায় গাড়ির চালক নিহত ও আরও ছয়জন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটলেও আইএস এখনও হুমকি হিসেবে রয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *