আফগানিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণে বহু হতাহত

আফগানিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণে বহু হতাহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (৩ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণে ‌‘বেশ কয়েকজন বেসামরিক’ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু। এক জ্যেষ্ঠ তালেবানের এক কর্মকর্তার বরাতে এ খবর জানা গেছে। তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে মারা যাওয়া মায়ের জন্য ঈদগাহ মসজিদে প্রার্থনার আয়োজন করেছিলেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। শনিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতি এই অনুষ্ঠানে বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

রোববার (৩ অক্টোবর) সকালের দিকে এই অনুষ্ঠান চলাকালে মসজিদের প্রবেশপথে বিস্ফোরণ ঘটে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে তালেবানের কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্ফোরণস্থলের পাশের দোকানি আহমাদুল্লাহ ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।

‌‘বিস্ফোরণের আগে জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে ঈদ গাহ মসজিদে শোক অনুষ্ঠান শুরুর জন্য তালেবানের সদস্যরা সেখানকার সড়ক বন্ধ করে দেন।’

গত আগস্টের মাঝের দিকে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর থেকে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটিতে তালেবান এবং আইএসের ব্যাপক সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *