২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ১২ জনকে পিটিয়েছে তালেবান সরকারের শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ঘটনাটি লোগার প্রদেশে ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যভিচার, ডাকাতি ও সমকামী যৌনতাসহ নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করেছে তালেবান শাসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন লোগার অঞ্চলের তালেবান প্রশাসনের মুখপাত্র ওমর মনসুর।
ওমর বলেন, তিন নারীকে শাস্তি দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে। কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু কতজন বন্দি, তা জানা যায়নি।
খবরে আরও বলা হয়েছে, ব্যভিচার, ডাকাতি ও সমকামী যৌনতার অপরাধে প্রত্যেক নারী-পুরুষকে অন্তত ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এক ব্যক্তিকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়।
গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনা ঘটলো আফগানিস্তানে।