আফগান অভিবাসীদের ফেরত পাঠানো শুরু পাকিস্তানের

আফগান অভিবাসীদের ফেরত পাঠানো শুরু পাকিস্তানের

পূর্বঘোষণা অনুযায়ী অনিবন্ধিত আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আফগান অভিবাসীদের ওপর ধরপাকড় শুরু করল ইসলামাবাদ।

গত বৃহস্পতিবার ১৬টি ট্রাকে ২০টি আফগান পরিবারকে তোরখাম সীমান্তে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে এসব পরিবারের প্রায় ৩৫০ সদস্যকে আফগানিস্তানে ফেরত পাঠানোর কথা রয়েছে।

এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইসলামাবাদের মারাগালা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা আফগান বসতি গুঁড়িয়ে দিয়েছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ইসলামাবাদে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত আফগানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এ প্রক্রিয়া প্রায় দুই মাস ধরে চলছিল।

চলতি বছর আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় একের পর এক জঙ্গি হামলা হয়েছে। এসব হামলার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। আন্তসীমান্ত জঙ্গি হামলার লাগাম টানতে কাবুলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে ইসলামাবাদ।

প্রায় ২২ হাজার আফগান নাগরিক ইসলামাবাদে বসবাস করছেন বলে তথ্য আছে। কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া ৩১ অক্টোবরের সময়সীমার মধ্যে তাঁরা দেশে ফিরে না গেলে ধরপাকড় শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ১৭ লাখের বেশি আফগান নাগরিককে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি। আন্তর্জাতিক আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *