পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে মার্কিন বাহিনীর জন্য দোভাষী হিসেবে কাজ করা এক আফগান নাগরিকের শিরশ্ছেদ করেছে তালেবান। তিনি ১৬ মাস দোভাষী হিসেবে কাজ করেছিলেন।
আজ শুক্রবার (২৩ জুলাই) নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ওই দোভাষীর নাম সোহেল পারদিস (৩২)। তিনি গত ১২ মে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে রাজধানী কাবুলের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী খোস্ট প্রদেশে বোনকে নিয়ে আসার জন্য যান। দীর্ঘ পাঁচ ঘণ্টার জার্নিতে একটি মরুভূমির নিকট পৌঁছালে সোহেলের গাড়ি আটকিয়ে দেন তালেবান সদস্যরা।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা রেড ক্রিসেন্টকে জানান, সোহেলের গাড়ি থামানোর আগেই সেটি লক্ষ্য করে গুলি চালায় তালেবান। তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে শিরশ্ছেদ করা হয়।
গত ২০ বছর ধরে কয়েক হাজার আফগান নাগরিক মার্কিন সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইতিমধ্যে বিশেষ অভিবাসী ভিসায় আবেদন করেছেন।