আবারও কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ আহত ৪৫

আবারও কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ আহত ৪৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হতাহতের পাশাপাশি এ ঘটনায় একটি শিশু হাসপাতালসহ অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার ভোররাতে হামলা শুরুর পর রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো বলেছেন, ডিনিপ্রো নদীর পূর্বদিকে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। দুই শিশুসহ ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলায় একাধিক ভবন, বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে একটি শিশু হাসপাতালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে হামলায় রাশিয়া ঠিক কোন অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে এই হামলা চালালো রাশিয়া।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, বিস্ফোরণের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে চারজন আহত হয়েছেন। এছাড়া সোমবার দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও ১৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের বিমানবাহিনী সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *