পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক সপ্তাহ ধরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ হয়নি। দিনের তাপমাত্রা অনেক জেলায় স্বাভাবিক হয়ে এসেছে। তবে আগামী মঙ্গলবার থেকে দেশের তিনটি বিভাগে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হতে পারে। আবারও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশির ভাগ জেলায় ছয় দিনের শৈত্যপ্রবাহ নামতে পারে। এদিকে বুধবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি দক্ষিণ বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।
এ বিষয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে অপেক্ষাকৃত ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা খুবই বেশি। এই ছয় দিন রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় সকালবেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জেলায় সকালবেলার তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলিসয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নিম্নচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এক সপ্তাহ ধরেই দেশের কোথাও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।