২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

আবারও সরকার বিরোধী বিক্ষোভে তিউনিসিয়ার রাস্তায় হাজারো মানুুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া। রোববার (৫ মার্চ) রাজধানী তিউনিসে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এসময় প্রেসিডেন্ট কায়েস সাঈদ বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। অবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়। খবর আল জাজিরার।

সম্প্রতি, সহিংসতার অভিযোগে আটক করা হয় বিরোধী দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। প্রশাসনের দাবি, রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের ষড়যন্ত্রে জড়িত রয়েছেন তারা। তাদের মুক্তির দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে। বিরোধী নেতাদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

২০২১ সালে, এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেন কায়েস সাঈদ। আইনসভা ভেঙে জারিকৃত ডিক্রির মাধ্যমে দেশের শাসনভার গ্রহণ করেন। এতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। এরপর থেকে প্রায় নিয়মিত বিরতিতেই রাজপথে নামতে দেখা যায় আন্দোলনকারীদের।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com