আবার দুই বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে নিহত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সীমান্তে মৃত্যুর মিছিল থামছেই না। আরও দুই বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের সেলিম রেজা (২৪) ও দশ রশিয়ার সুমন (২৩)। আহতরা হলেন- সাদিকুল ও লালবর। তাদের রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮ বিএসএফ চাঁদনীচক বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান এবং সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি।