পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারো মৃত্যু বেড়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো ছয়জন।
মৃতদের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। এঁদের পাঁচজন রাজশাহীর এবং একজন বগুড়ার।
এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল চারজন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় মৃত্যু বেড়েছে দেড়গুণ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।
শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এ নিয়ে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ২৪০ শয্যার বিপরীতে মোট ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১১১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে থেকে পজেটিভ পাওয়া গেছে ১৩ জন যা ৫.৬৮ শতাংশ।