আমার লেখালেখিতে রাহাত খানের অবদান আছে, আমি শোকসন্তপ্ত : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাহাত খানের মৃত্যুতে নিঃসন্দেহে দেশ একজন অসাধারণ কথা সাহিত্যিক হারিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমার লেখালেখির জীবনে যথেষ্ট অবদান রেখেছেন প্রিয় কথা সাহিত্যিক রাহাত খান। তিনি আজ আমাদের মাঝে নেই। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
রাহাত খানের সঙ্গে নিজের স্মৃতি রোমন্থন করে আল্লামা মাসঊদ বলেন, তিনি আমার বাবা জনাব মাস্টার আব্দুর রশীদ (রহ.) এর প্রিয় ছাত্র ছিলেন। বাবা ছিলেন জাওয়ার হাইস্কুলের হেড মাস্টার, সেখানেই রাহাত খান তার কাছে পড়াশোনা করেছেন। যে কারণে তার সাথে সম্পর্কটাও নিবিড় ছিল। ১৯৭৪ এ ঢাকায় এলে তিনি আমার লেখালেখিতে অনেক সহযোগিতা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় আমাকে লিখতে উৎসাহিত করেন। তখন দৈনিক ইত্তেফাকে আমি নিয়মিত কলামও লিখেছি।
বাবার কাছে তিনি আসতেন। কথা বলতেন। নিজের খোশহালও পেশ করতেন। বাবাও তাকে নানাধরনের পরামর্শ দিতেন। রাহাত খানের বাড়িও আমাদেরই কিশোরগঞ্জের তাড়াইলে। তিনি বলতেন, আমার লেখালেখিতেও হেডমাস্টার স্যারের ছায়া আছে।
২৯ আগস্ট ২০২০ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।