পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বলছে, আবুধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বানি ইয়াসের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনও গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। গত মাসে দুবাইয়ের আল রাস এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের অন্তত ১৬ বাসিন্দা নিহত ও আরও ৯ জন আহত হন। সূত্র: খালিজ টাইমস