আমি শ্রমিক | আতিক হেলাল

আমি শ্রমিক | আতিক হেলাল

আমি শ্রমিক | আতিক হেলাল

আমি মধ্যবিত্ত শ্রমিক
আমার নেই নাম্বার, ক্রমিক।

আমার সীমাবদ্ধ মাইনা
বোনাস-ক্রিমেন্ট পাই না
কোরমা-পোলাও খাই না
সাহায্য, তাও চাই না।

আমি মধ্যবিত্ত শ্রমিক
আমার নেই নাম্বার, ক্রমিক।

ভিক্ষার গান গাই না
সব দুয়ারেও যাই না
কেউ তো মামা-ভাই না
জন্মদাতাও দায়ী না।

আমি মধ্যবিত্ত শ্রমিক
আমার নেই নাম্বার, ক্রমিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *