আম্মার সব ওষুধ কি আজীবন খেতে হবে?

আম্মার সব ওষুধ কি আজীবন খেতে হবে?

প্রশ্ন: আমার আম্মার প্রেসার, থাইরয়েড, অ্যালার্জি, হাড় ও কোমরের সমস্যা আছে। অনেকগুলো ওষুধ খান। প্রায় পাঁচ বছর টানা ওষুধ খাচ্ছেন, এখন কি এসব পরিবর্তন করা দরকার। নাকি আজীবন খেয়ে যাবেন?

  • মেহের নিগার, কেশবপুর

পরামর্শ: উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যার জন্য যেসব ওষুধ চলছে, সেগুলো বন্ধ করলে রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। আর অনেক ক্ষেত্রে এসব ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়। প্রয়োজনীয় শারীরিক এবং রক্ত পরীক্ষা করিয়ে সব কটি ওষুধের মাত্রা এবং সেবনকাল নির্ধারণের জন্য নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

  • পরামর্শ দিয়েছেন—স্কয়ার হাসপাতাল লিমিটেডের (পান্থপথ, ঢাকা) মেডিসিন বিভাগের সহযোগী কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *