১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

আম বয়ানে ইজতেমার দ্বিতীয় দিন শুরু, চলছে জিকির ও ইবাদাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। কুয়াশার সঙ্গে কখনো কখনো বইছে ঠান্ডা বাতাস। এর মধ্যেই বেলঙ্কার জামিয়াতুল ইসলাহ ময়দানে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে আয়োজিত ইসলাহী ইজতেমায় চলছে বয়ান, জিকির আর ইবাদত।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এভাবেই শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় দিন। আগামিকাল রোববার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের ইজতেমা।

ইজতেমাকে ঘিরে বেলঙ্কায় এখন হাজারো মানুষের ভিড়। ইজতেমার মাঠ ছাড়িয়ে মানুষের সমাগম আছে আশপাশের সড়কেও। তবে তেমন কোনো হইচই বা কোলাহল নেই।

সকাল থেকে ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, ময়দানে পাটি, চট দিয়ে বিছানা পেতে বসে বয়ান শুনছেন মুসল্লিরা। আবার কেউ রান্নাবান্না, কেউবা ব্যস্ত ইবাদত ও আনুষঙ্গিক কাজে। কেউ কেউ দুপুরে ভিড় হবে ভেবে আগেই ভিড় জমিয়েছেন গোসলের জায়গায়। তবে অন্য কাজে ব্যস্ত থাকলেও তাঁদের মনোযোগ ছিল বয়ানের মাইকের দিকে।

এদিকে গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত দশটায় তাড়াইলের ইজতেমাকে ‘বরকতের মজলিস’ জানিয়ে দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান মাওলানা আব্দুল্লাহ মারুফী বলেছেন, ‘আমাদের সেরতাজ মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম আয়োজিত এই ইসলাহী ইজতেমা বড় ‘বরকতের মজলিস’। আল্লাহর ফেরেশতারা এই ইজতেমাকে ঘিরে রেখেছেন। এখানে আমরা ইসলাহে নফসের জন্য এসেছি। তাই সবসময় জিকির-আজকার ও ইবাদাতে মগ্ন রইবো।’

এছাড়া গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাড়াইলের তিন দিনব্যাপি এই ইজতেমাকে আমল করার এবং আমল শেখার ইজতেমা বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, এই ইজতেমা কোনো সাধারণ ওয়াজ মাহফিল না। এখানে গতানুগতিক কোনো ওয়াজ-বয়ান হবে না। এটা একটা ‘ইসলাহি মাহফিল’। এটা আত্মশুদ্ধির মাহফিল। এখানে আল্লাহ তাআলার জিকির-আজকারের মাধ্যমে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করবো, আমরা বিভিন্ন আমল পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করবো।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com