আরএসএস একটি রেজিমেন্টেড ফোর্স: মাওলানা সিদ্দিকুল্লাহ

আরএসএস একটি রেজিমেন্টেড ফোর্স: মাওলানা সিদ্দিকুল্লাহ

পাথেয় ডেস্ক : পশ্চিমবঙ্গের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী শনিবার গণমাধ্যম‌কে বলেন, ‘দেশে যা পরিস্থিতি দাঁড়িয়েছে বিজেপি তাদের কার্যকলাপে প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছে। বিশেষভাবে নোট বাতিলের ঘটনায় বহু মানুষ আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

নোট বাতিলের মূল উদ্দেশ্য ছিল কালো টাকা উদ্ধার। কিন্তু আদৌ তা হয়নি। নোট বাতিলের আগে বিজেপির নেতারা নিজেদের টাকা সব সাদা করে নিয়েছেন। মানুষকে সুযোগ না দিয়ে তারা নানাভাবে বিপর্যস্ত করেছেন। এতে দেশের মানুষ খুব ক্ষিপ্ত।

মানুষ তাদের হাত থেকে পরিত্রাণ চাচ্ছে। এসব কারণেই মুখ্যমন্ত্রী দক্ষতার ভিত্তিতে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছেন।’

‘আরএসএস যে ক্ষতি করবে এতে কোনো সন্দেহ নেই। ওরা রেজিমেন্টেড ফোর্স’ বলেও মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন : শিকাগো সফরকে কেন্দ্র করে জটিলতা প্রসঙ্গে আরএসএসকে ‘জঙ্গি, সন্ত্রাসবাদী সংগঠন’ বলে অভিহিত করে মমতা বলেন, ‘আমরা জানি এসময় শিকাগোতে আরএসএস-এর একটি অনুষ্ঠান ছিল। আমি এই জঙ্গি, সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করি না। আমার সফর শেষের পর ওরা ওদের অনুষ্ঠান করতে পারত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *