২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

আরও এক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলকৃত পশ্চিম তীরে ২৩ বছর বয়সী আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (১৮ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাদের অভিযোগ, নিহত ফিলিস্তিনি ছুরি নিয়ে ইসরায়েলি সেনাদের দিকে ছুটে আসে। কাছাকাছি গেলে তাকে গুলি করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, একদিন আগেই ১৬ মার্চ জেনিনে চার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

চলতি বছর ইসরায়েলি সেনাদের গুলিতে ৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছর ১৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com